ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

পদ্মা সেতু দেখে মুগ্ধ ভুটানের রাজা

দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৭শে মার্চ) সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। দেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং অন্যতম ব্যয়বহুল এই প্রকল্প দেখে মুগ্ধ হন ভুটানের রাজা। তাঁর সাথে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ভুটানের রাজাকে ফ্রেম করা পদ্মা সেতুর একটি ছবি উপহার দেন তিনি।


পদ্মা সেতু পরিদর্শন শেষে নারায়ণগঞ্জে যান ভুটানের রাজা। আড়াইহাজার উপজেলায় গড়ে উঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন তিনি। সোমবার (২৫শে মার্চ) চার দিনের সফরে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে তিনি ২৮শে মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। 


এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ads

Our Facebook Page